আবু সাইদ: ভারতের পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় বসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এমনই ইঙ্গিত মিলল বুথফেরত জরিপের রিপোর্ট থেকে। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক জরিপে প্রকাশিত হয়।
এবিপি আনন্দ আর কেসি নিয়েলসন জরিপে দেখা যায়, মোট ২৯৪টি আসনের মধ্যে ১৬৩টি পেতে পারে মমতার তৃণমূল। আর বামফ্রন্ট ও কংগ্রেস জোট ১২৬টি, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ১টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।
টাইমস নাও এবং সি ভোটার জরিপ অনুযায়ী, মোট ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টি পেতে পারে মমতার তৃণমূল কংগ্রেস। আর বামফ্রন্ট ও কংগ্রেস জোট ১২০টি, বিজেপি ৪টি এবং অন্যান্য দল ৩টি আসনে জয়ী হতে পারে।
ইন্ডিয়া টুডে’র জরিপ অনুযায়ী, মোট ২৯৪টি আসনের মধ্যে মমতার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ২৩৩ থেকে ২৫৩টি আসন পেতে পারে। আর বামফ্রন্ট ও কংগ্রেস জোট ৩৮ থেকে ৫১টি, বিজেপি ১-৫টি এবং অন্যান্য দল ২ থেকে ৩টি আসন পেতে পারে।
মোট সাত দফায় পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখনও ফলাফল প্রকাশিত হয়নি। তবে বুথফেরত এসব জরিপের সঙ্গে ফলাফলের তেমন পার্থক্য হয় না। সূত্র: ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ