লিহান লিমা: ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন-আরসিবিসি’র নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গিল বুয়েনাভেন্তুরা। এর আগে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া টাকার নৈতিক দায় নিয়ে ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জা তান পদত্যাগ করেন ।
সোমবার আরসিবিসি নতুন প্রেসিডেন্টের নিয়োগের খবর জানায়।
গিল বুয়েনাভেন্তুরা বর্তমানে ‘ডেভেলপমেন্ট ব্যাংক অব ফিলিপাইন’ এর প্রধান নির্বাহি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১ জুলাই তিনি আরসিবিসি’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রবীণ ব্যাংকার ব্যাংক অব ফিলিপাইন আইসল্যান্ড এর সাবেক প্রধান নির্বাহী এবং প্রধান অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার ফিরিয়ে আনতে ফিলিপাইনের সিনেটের তদন্ত শুনানি ১৯ মে ধার্য করা হয়েছে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস