এস এম বাবুল : বেলা দুইটা দশ মিনিট। সিএমএম আদালত চত্বরে ডিবি দক্ষিণের তিনটি মাইক্রো বাস প্রবেশ করল। সামনে পেছনে দুটি সাদা রঙের গাড়ি। আর মাঝখানে একটা কালো গ্লাসের গাড়ি। উপস্থিত আইনজীবী, সাংবাদিক, উৎসুক জনতা সবাই বুঝতে পারলেনÑ এ গাড়িতেই আলোচিত মোসাদ গল্পের নায়ক আসলাম চৌধুরী। তবে তাকে সোজা নিয়ে যাওয়া হলো সিএমএম কোর্টের কয়েদখানায়।
ঢাকা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য মজিবুর রহমানের মৃত্যুজনিত কারণে দুপুর বারটা থেকে বেলা তিনটা পর্যন্ত কোর্টের কার্যক্রম বন্ধ থাকায় আসলাম চৌধুরীকে কোর্টে তোলা হয় বিকাল তিনটায়। আদালতের ভিতরে পিছের সারির বেঞ্চে তাকে বসতে দেওয়া হয়। আদালতে তাকে ফুরফুরে মেজাজে দেখা যায়। প্যান্ট, শার্ট, জুতা পরিহিত বেশ পরিপাটি মনে হচ্ছিল। মুখটা হাসিখুশি ছিল। বিচারক এজলাসে বসার পর আসলাম চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার তার মক্কেল আসলাম চৌধুরীর সঙ্গে কথা বলার অনুমতি নেন। আসলাম চৌধুরী বিড়বিড় করে বলতে লাগলেন আমি একজন ব্যবসায়ী, ব্যবসায়িক কাজে মাঝে মধ্যে ভারতে যাই। ভারতের এক মেয়রের আমন্ত্রণে তার অনুষ্ঠানে যাই, সেখানে অনেকের সাথে পরিচয় হয়। অনেকের সাথে ছবি তোলা হয়েছে, তবে আমি মোসাদের সাথে জড়িত নই। আমাকে জড়ানো হচ্ছে। সম্পাদনা : দীপক চৌধুরী