নীনা আফরীন, পটুয়াখালী : গলাচিপায় বালু ব্যবসার আধিপত্য নিয়ে সন্ত্রাসী হামলায় পৌর কাউন্সিলর আবুল বশার প্যাদা (৪২) গুরুত্ব আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের সাগরদী রোডে। আহত কাউন্সিলরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর আবুল বশার প্যাদার লোকজনের সাথে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশরাত হোসেন আব্বাসের লোকজনের সাথে বালু মহল ইজারা নিয়ে কথা কাটাকাটি হয়। এঘটনা সন্ধ্যায় কাউন্সিলরের লোকজন ইজারাদার শাহিন হাওলাদারকে মারধর করলে রাতে সন্ত্রাসীরা কাউন্সিলরকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। কাউন্সিলরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাতে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.রাজ্জাক মোল্লা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। শাহিন হাওলাদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।