অন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে মার্চ পর্যন্ত ১,১৬,৮০০ কোটি ডলার ঋণ দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৯ লাখ ১১ হাজার কোটি টাকার সমান।
প্রথমবারের মত মার্কিন অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির যুক্তরাষ্ট্রকে দেয়া ঋণ সম্পর্কে অবহিত করল।
যুক্তরাষ্ট্রকে ঋণদানকারী বিদেশি দেশগুলোর মধ্যে অন্যতম সৌদি আরব।
তবে সৌদি আরবের চেয়েও বেশি ঋণ যুক্তরাষ্ট্রকে দিয়েছে চীন ও জাপান। মার্চ পর্যন্ত তাদের ঋণ ১ লাখ কোটি ডলারে ঠেকেছে।
বিশ্বের বৃহত্তম ঋণগ্রস্ত দেশ বিশ্বের বৃহত্তম অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্র।
সৌদি আরব যুক্তরাষ্ট্রকে যত ঋণ দিয়েছে বলে সরকারিভাবে বলা হয়েছে বাস্তবে তা আরো বেশি হতে পারে।
বিদেশি রিজার্ভ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৫৮,৭০০ কোটি ডলার মজুদ আছে। এর দুই তৃতীয়াংশ আছে ডলারে।
১৯৭৪ সাল থেকে মার্কিন অর্থ মন্ত্রণালয় বিদেশি ঋণের তালিকা প্রকাশ করলেও সৌদি আরবের মজুদ কৌশলে এড়িয়ে যেত।
১৪টি দেশের সাথে একত্রে সৌদি ঋণ দেখানো হতো।
টুইন টাওয়ারে আল-কায়েদার সন্ত্রাসী হামলায় সৌদি সংশ্লিষ্টতা পাওয়ার পর সম্প্রতি রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্কে চিড় ধরলে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে তাদের সম্পদ ফিরিয়ে নেয়ার হুমকি দেয়।
এরপর গত মাসে রিয়াদ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ব্লুমবার্গ নিউজ থেকে নেয়া