সজল সরকার : মার্কিন নৌবাহিনী বিশ্বের সর্ব বৃহৎ যুদ্ধজাহাজ সংযুক্ত করতে যাচ্ছে। ‘জুমওয়াল্ট’ নামের এ দৈত্যাকার যুদ্ধ জাহাজ আধুনিক সব প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে যা পানি পথে শত্রুর যেকোন জাহাজ ধ্বংস করতে সমর্থ হবে।
ক্যাপ্টেন জেমস ক্রিক বলেন, ‘৬১০ ফুটের এ জাহাজের জন্য নাবিকদের পোশাক, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম বিদেশ থেকে আনা হচ্ছে।’
দীর্ঘ প্রতিক্ষার পর নতুন প্রযুক্তির এ যুদ্ধ জাহাজ এ সপ্তাহেই মার্কিন নৌবাহিনীর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। ১৯৮৯ সালে কেনেবিক নদীতে এ জাহাজ তৈরীর কাজ শুরু হয়। ইলেকট্রিশিয়ান জন উপহাম বলেন, ‘আমরা অনেক বাঁধা পেড়িয়ে এ কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছি। আমি মনে করি আমরা যা করেছি তার জন্য সবাই গর্ববোধ করছি।’
জুমওয়াল্টের বিশেষ বৈশিষ্ট্যর মধ্যে যা গুরুত্বপূর্ণ তা হলো অন্য যুদ্ধ জাহাজের তুলনায় এ জাহাজকে রাডারের খুঁজে পেতে ৫০ গুণ বেশি কষ্ট হবে এবং ১শ মাইল দূরত্বে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এ যুদ্ধ জাহাজের। বোয়িং ৭৭৭ বিমানে যেভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক সেভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে এ যুদ্ধ জাহাজে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে বর্তমান যুদ্ধ জাহাজের চেয়েও কম সংখ্যক ক্রু লাগবে এ জাহাজ পরিচালনা করতে।
জুমওয়াল্ট নির্মাণে খরচ হয়েছে আনুমানিক ৪.৪ বিলিয়ন ডলার।