নাজনীন পলাশী : বাংলাদেশের অনেকে টিনের তৈরি ঘরে বসবাস করেন। গ্রীষ্মকালে টিনের ঘরে থাকা অসহনীয় হয়ে উঠে। কখনও কখনও এসব ঘরের তাপমাত্রা ৪৫ ডিগ্রীতে উঠে যায়। বাংলাদেশের একটি সংস্থা ‘গ্রে ঢাকা টিম’ যেসব এলাকার মানুষ টিনের তৈরি ঘরে বসবাস করে তাদের জন্য একটি অভিনব পদ্ধতির আবিষ্কার করেছে। তাদের সাথে যুক্ত হয়েছে গ্রামীন ইন্টেল সোস্যাল বিজনেসের স্বেচ্ছাসেবী দল। খবর দ্য ড্রামের।
পদ্ধতিটি হলো একটি আয়তক্ষেত্রকার বোর্ডে অনেকগুলো ছিদ্র করতে হয়। এই ছিদ্রগুলোতে কোমল পানীয়ের বোতল কেটে লাগাতে হয়। বোতলের পেছন দিকে কেটে ফেলে দিতে হবে এবং মুখের দিকটা বোর্ডের ছোট ছোট ছিদ্রের মধ্যে ছিপিসহ লাগাতে হবে।
আটকানোর পর ছিপির সামনের অংশটুকুও কেটে দিতে হবে যেন যেন দুই পাশেই ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গা দিয়ে যেন বাতাস আসা যাওয়া করতে পারে। এরপর বোর্ডটি জানালায় লাগিয়ে দিতে হবে। ছোট ছোট অনেকগুলো ছিদ্র দিয়ে বাতাস অপেক্ষাকৃত দ্রুত গতিতে যাতায়াত করে ঘরকে ঠান্ডা করবে। এর ফলে সহজেই তাপমাত্রার তারতম্য টের পাওয়া যাবে।