নিজস্ব প্রতিনিধি : কুমিল্লায় চৌদ্দগ্রাম সরকারি কলেজের সামনে কাভার্ডভ্যান, পিকআপ ভ্যান ও গাছ বোঝাই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
কুমিল্লা জেলা হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নেওয়া হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।