সোহেল সানী, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে এক হোটেলে গরুর মাংসের উপর আল্লাহর নাম দেখতে পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, পার্বতীপুর শহরের পৌরসভার সংলগ্ন শাহ হোটেল প্লাসে।
শাহ হোটেল প্লাসের মালিক আরাফাত হোসেন জানান, সকালে হোটেলের বাবুর্চী আজিজুল হক মাংস রান্না করার সময় তার চোখে ভেসে ওঠে আরবিতে আল্লাহ লেখা মাংসের টুকরা। তিনি দেখে আশ্চর্য হয়ে তার হোটেলের সকলকে ডেকে মাংসের টুকরা দেখান। এ ঘটনা দেখে সবাই অবাক হন।
শাহ হোটেল প্লাসের ম্যানেজার মাহমুদ আলম বলেন, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও শহরবাসী দেখতে আসে এই এক টুকরো গরুর মাংসের ওপর লেখা আল্লাহর নামটি। শুধুমাত্র এলাকার লোকজনই নয়, এই খবরটি ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকার মানুষ হোটেলে ভিড় জমাচ্ছেন।
এদিকে, আরবিতে আল্লাহ লেখা মাংসের টুকরা দেখে এলাকাবাসী সুবাহানাল্লাহ বলে যিকির করতে থাকেন এবং বলতে থাকেন মহান আল্লাহ সকল জায়গায় বিরাজমান।