সারীফা রিমু: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাকা-ে ৪ জেএমবি সদস্য অংশ নিয়েছিলো বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সামসুদ্দিন।
মঙ্গলবার সকালে নগরীর সিএন্ডবি এলাকায় মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ দাবি করেন। এ সময় তিনি জানান, এ ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। অন্য ৩ জেএমবি সদস্যকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে সোমবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয় আটক জেএমবি সদস্য হাসানকে। পরে সে আদালতে ১৬৪ ধারায় প্রফেসর রেজাউল করিম হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়।
গত রোববার বগুড়া থেকে জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহকে আটক করে পুলিশ।
সময় টিভি