ফারিহা : দিন দিন কমছে বাংলাদেশি চলচ্চিত্রের দর্শক। তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে প্রেক্ষাগৃহ। এর অন্যতম কারণ হিসেবে পাইরেসিকে দায়ি করছেন নির্মাতারা। এমন ঘটনার শিকার হয়ে ক্ষতিপূরণের মামলার হুমকি দিলেন ‘মুসাফির’ সিনেমার প্রযোজক জুবায়ের আলম।
‘মুসফির’-এর ফেসবুক পাতায় সোমবার জুবায়ের নিজেকে ইংরেজী দৈনিক বাংলাদেশ টুডে’র সম্পাদক ও সিনেমাটির প্রযোজক হিসেবে পরিচয় দেন। তিনি লেখেন, “যদি কোনো ওয়েবসাইট ‘মুসাফির’ অনলাইনে পাবলিশ করে তার অ্যাডমিনের বিরুদ্ধে আমি ২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করবো। তার বাড়ি-ঘর বিক্রি করে আমার টাকা দিতে হবে। আর তার স্থান হবে জেল।”
আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ মুক্তি পায় ২২ এপ্রিল। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ ও মারজান জেনিফা। চলতি সপ্তাহে ২০টি মতো প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
সম্প্রতি বেশকিছু মুভি শেয়ারিং সাইটে সিনেমা হলে ধারণ করা ‘মুসাফির’-এর ভিডিও প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে জুবায়ের আলম এ স্ট্যাটাস দিলেন।