ডেস্ক রিপোর্ট : মুক্তির এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে ‘আজহার’ নিয়ে চারিদিকে সমালোচনার ঝড়। ভারতের সাবেক অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে তৈরি ‘আজহার’ ছবিকে কেন্দ্র করে বিতর্ক চলছেই। ইমরান হাশমি অভিনীত ‘আজহার’ ছবি নিয়ে এবার বিরক্ত প্রকাশ করলেন ভারতের বিখ্যাত ক্রিকেটার এবং কমেন্টেটর রবি শাস্ত্রী।
ছবিটি নিয়ে বেজায় ক্ষেপেছেন তিনি। কিন্তু কেন? এই ছবিতে তাকে নাকি ভীষণ নেগেটিভভাবে দেখানো হয়েছে।
শাস্ত্রীর অভিযোগ, তাঁর চরিত্রকে কালিমালিপ্ত করা হয়েছে। বহুল আলোচিত ‘আজহার’ ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, হোটেলের একটি রুমে রবি যখন অন্য একজন মহিলার সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করছেন, ঠিক সে সময় ওই হোটেলের অন্য একটি রুমে এই সাবেক ক্রিকেটারের জন্য পথ চেয়ে বসে রয়েছেন তাঁর স্ত্রী। এই দৃশ্যটি শাস্ত্রীর বাড়ির লোকেরা দেখে নাকি ভীষণ আঘাত পেয়েছেন। আর তারপর থেকেই ছন্নছাড়া অবস্থা শাস্ত্রীর বাড়ির অন্দরমহল। ঢাকাটাইমস