রাহাত : হিসেবটা খুব সহজ। নারিন ও সাকিব ফ্লপ, তাই কলকাতাও জয়ের মুখ দেখতে না। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হল কলকাতা। কোহলি ও ভিলিয়ার্স কলকাতার বাঘা বাঘা বোলারদের পা মাটিতে নামাল আবার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিপক্ষে এবার পাত্তাই পেল না কলকাতা নাইট রাইডার্স। সোমবার ব্যাঙ্গালুরুর কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এ ম্যাচেও গ্যালারিতে ছিলেন বলিউড বাদশাহ কেকেআরের মালিক শাহরুখ খান। কিন্তু ম্যাচ শেষে হতাশা নিয়েই বাড়ি ফিরতে হলো তাকে।
প্রথমে ব্যাট করে এদিন ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই ১৮৬ রান তুলে ফেলে বিরাট কোহলির দল। এর ফলে ৮ বল আগেই ৯ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব-গম্ভীররা।
এর আগে টেসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে রবীন উথাপ্পাকে হারায় কেকেআর। তবে গৌতম গম্ভীর (৫১) ও মনীশ পান্ডের (৫০) অর্ধশতকের সৌজন্যে ৫ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান সংগ্রহ করে কেকেআর। তৃতীয় সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। আর ১১ বলে সমান ১টি করে চার ও ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাকিব আল হাসান।
কেকেআরের ছুঁড়ে দেওয়া ১৮৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শুরুটা ভালই করেছিল। ব্যক্তিগত ৪৯ রান করে ক্রিস গেইল সাজঘরে ফিরে যান। এরপর কলকাতা বোলাররা বেঙ্গালুরুর আর কোন উইকেট ফেলতে সক্ষম হয়নি। অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। মি. ডিপেন্ডেবেল কোহলি ৫১ বলে ৭৫ ও ভিলিয়ার্স ৩১ বলে ৫৯ রান নিয়ে অপরাজিত থাকেন