মহিব্বুল আরেফিন, রাজশাহী: রাজশাহী কলেজে ছাত্রলীগের এককর্মীকে মারপিটের জের ধরে কলেজ হোস্টেলের দুইটি কক্ষে আগুন দিয়েছে ছাত্রলীগ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজশাহী কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হোস্টেলের কক্ষ দুটিতে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলে শাহীন নামের ছাত্রলীগ কর্মীকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার জের ধরে ছাত্রলীগ কর্মীরা একত্রিত হয়ে রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল ভবন ও বীরশ্রেষ্ঠ আব্দুর রব ভবনে ছাত্রদলের দুই কর্মীর নামে বরাদ্দ দুটি কক্ষে আগুন দেয়।এ সময় কক্ষে কেউ ছিল না। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।