লিহান লিমা: ওমানে বাংলাদেশি গৃহকর্মীদের নূন্যতম মজুরি-বয়স নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। ওমানের নাগরিকরা গৃহকর্মী নিয়োগ দিতে চাইলে স্পন্সর করার সময়ই সবকিছু নির্ধারণ করতে হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয় নি।
ওমানে বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা জাহেদ আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান।
ওমানে বাংলাদেশ মিশন গৃহকর্মী নিয়োগের এই নীতিমালা প্রণয়ন করেছে। বাংলাদেশ বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের জন্যও একই নীতি গ্রহণ করেছে। এই নীতিমালায় নারী গৃহকর্মীদের বয়স ২৫ বা তার উপরে, মজুরি বাংলাদেশি ১৮ হাজার টাকা এবং নিয়োগকর্তার বেতন ৭‘শ ওমানি মুদ্রা হতে হবে। তবে এই নীতিমালা শুধুমাত্র ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রযোজ্য।
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো ( বিএমইটি) জানায়, গত চার বছরে ওমানে নারী গৃহকর্মী নিয়োগ বাড়ছে তবে অন্যান্য দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে ওমানে গৃহকর্মী পাঠানো বন্ধ করা হয়েছে।
বিএমইটি এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশ থেকে ওমানে ১৬ হাজার ৯৮০ জন গৃহকর্মী পাঠানো হয়েছে।
সূত্র: টাইমস অব ওমান