লিহান লিমা: গত কয়েক সপ্তাহে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ৬০ এরও অধিক। এর কারণ হিসেবে মোবাইল ফোনের ধাতব বস্তুকে দায়ী করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা তা নাকচ করেছেন। তারা জানান, এটি অতিরঞ্জিত।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাত বিশেষজ্ঞ জন জেনসিনিয়াস বলেন, বজ্রপাত মোবাইল ফোনের ধাতব বস্তুকে আর্কষণ করে না, এটি উঁচু স্থানের উপর আঘাত হানে। জনগণ বজ্রপাতের শিকার হচ্ছে, কারণ তারা ভুল সময়ে ভুল জায়গায় থাকে। আর এই ভুল জায়গা হল লোকালয়ের বাহিরে বা কোন খোলা স্থানে। বজ্রপাত বা ঝড়ো আবহাওয়ার সময় কোন ব্যক্তিরই বাহিরে থাকা উচিত নয়।
এর আগে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান রিয়াজ আহমেদ বলেন, বন উজাড়, জনগণের ইলেকট্রিক বা ধাতু সামগ্রী ব্যবহার যেমন, মোবাইল ফোনের অধিক ব্যবহার বজ্রপাতে মৃত্যুর কারণ। এর ধাতব বস্তু বজ্রপাতকে আকর্ষণ করে। আমরা এর আগে কখনো এত মৃত্যু দেখি নি।
গণমাধ্যমের খবরে জানা যায়, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে ৬৪ জন নিহত হয়। তবে হতাহতের খবর সঠিকভাবে যাচাই করা হয় নি। এর জন্য কোন সরকারিী টিম গঠন করা হয় নি।
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, আমরা জনসাধারণকে বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান, বৈদুত্যিক সামগ্রী ব্যবহার করা এবং কোন বড় গাছ বা বৈদুত্যিক পিলারের নিচে অবস্থান করা হতে বিরত থাকতে সাবধান করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সতর্কতা জারি করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
জেনসিনিয়াস বলেন, ২০১৬ সালে বজ্রপাতে আমেরিকাতে ৫ জনের মৃত্যু হয়। গ্রীষ্মকালে এই সংখ্যা খুবই উদ্বেগজনক। কারণ ২০০৬-২০১৫ পর্যন্ত আমেরিকাতে ৩১ জন বজ্রপাতে মারা যায়। কয়েক দশক আগে ১৯৪০-৪৩ সাল পর্যন্ত বজ্রপাতে মারা গিয়েছে ৪৩২ জন।
সূত্র: ইউএস টুডে