শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিলনের (৩২) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মিলন উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের গোয়ালপাড়ার আব্দুল মজিদের ছেলে। এঘটনায় সোমবার রাত ১১ টার দিকে স্থানীয় মন্ডল মাতুব্বদের বিচার সালিশে ৮০ হাজার টাকা মিমাংসা হয়েছে এলাকাবাসী জানিয়েছে।
ধর্ষিতার বাবা জানান, তার মেয়েকে খেলা করতে যাওয়ার কথা বলে সোমবার দুপুর ২টার দিকে ম্যানেজিং কমিটির সদস্য মিলন তার ঘরের রভতরে ডেকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। চিৎকার শুনে এলাকার আশপাশের লোকজন মিলনকে আটক করতে গেলে সে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়. ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে সোমবার রাত ১১ টার দিকে স্থানীয় মন্ডল মাতুব্বর আ. লীগ নেতা,আরশাফ আলী, নাজমুল হক, জুয়েল,সমিরসহ কয়েকজনকে নিয়ে বিচার সালিশ বসায় মিলন। শালিসে মিলনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই টাকা এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার আর বাকি ৩০ হাজার টাকা ৩ মাস পর দেওয়ার সিদ্ধান্ত হয় ।
এ বিষয়ে মিলনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করে কেটে দেন ।