সুব্রত সুমন .নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার মোহনগঞ্জ রেলস্টেশন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের ছুরিকাঘাতে বাদল বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহত বাদল বিশ্বাসের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার খিতিপুর গ্রামে। আহতরা হলেন- মোহনগঞ্জ পৌরসভার টেংরাপাড়া এলাকার ইমন (৫) ও অনিক (১৮)। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবকে আটক করেছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মজনু জানিয়েছে, মঙ্গলবার বিকালে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের এক যুবক মোহনগঞ্জ রেলস্টেশন এলাকায় অতর্কিতে এই তিন জনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বাদল বিশ্বাস নিহত হয়। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতরা মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।