মাজাহারুল ইসলাম: জাতীয় যুব কেন্দ্রের নাম ‘শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র’ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক এ সুপারিশ করা হয়। কমিটি সভাপতি মো: জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এ. এম. নাঈমুর রহমান, মোঃ মাহবুব আলী, মোঃ নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।
বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এর সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি ঢাকার অদূরে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ কাজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সম্পন্ন করার সুপারিশ করে। বৈঠকে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন-এর কার্যক্রম আরও গতিশীল করা এবং জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রদত্ত বার্ষিক বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়। এছাড়া, জাতীয় যুব কেন্দ্রের নাম ‘শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র’ করার সুপারিশ করা হয়।
বৈঠকে যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ১নং সাব কমিটির সরেজমিন তদšপূর্বক প্রতিবেদন উপস্থাপন করা হয়।