হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে ঢাকামুখী ধানের বীজবহনকারী একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন ১৪-০৯৮৮) ডুবাঐ বাজারেরর আখনজী ফিলিং স্টেশনের কাছে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও হেলপার নিহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে আমরা থানায় এনেছি। তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।’