রিয়াসাত আশরাফ: উনিশ এবং বিশ শতকের ইউরোপ আর একুশ শতকের ইতালি। তিনটা শতাব্দী দেখেছেন। তিনি এমা মোরানো। বয়স ১১৬। এই মুহূর্তে তিনিই বিশ্বের প্রবীণতমা। উনিশ শতকের শেষ জীবিত মহিলা এখন তিনিই।
বৃহস্পতিবার মারা যান এমার চেয়ে কয়েক মাসের বড় নিউ ইয়র্কের সুজানা মুসাট জোন্স। ফলে ‘প্রবীণতমা’র খেতাবটি এখন এমার দখলে। ছোটবেলায় তাকে কাঁচা ডিম খাওয়ার উপদেশ দিয়েছিলেন ডাক্তার। সেই অভ্যাসটা আজও ধরে রেখেছেন এমা। রোজ দুটা কাঁচা ডিম, ঠিক সময়ে ঘুম আর জীবনের বড় একটা সময় একা থাকা- এই তিনটি বিষয় নিয়ে পার হয়ে গেছে ১১৬ বছর। ১৮৯৯ সালে জন্ম নেয়া এমা তিন শতক পার করে ফেললেও, এখনও তেমন কোন রোগ নেই শরীরে। ইতালি- সুইজারল্যান্ড সীমান্তে এক কামরার ঘরে একাই থাকেন তিনি। ফোন করে বাড়িতে ডাক্তার ডাকেন আর নিয়ম মেনে দিন কাটান। বিয়ে করেছিলেন, তবে সম্পর্ক টেকেনি। ১৯৩৮ সালে বিয়ে ভেঙে যায়। আর বিয়ে করেননি এমা। বলেন, ‘‘আমি কাঁচা ডিম খাই রোজ, দু’বেলা। ছোট বেলার অভ্যাস। ডাক্তার খেতে বলেছিলেন। তিনি মারা গেছেন। কিন্তু আমি এখনও তার সেই পরামর্শ মেনে চলি। আর ব্র্যান্ডি খাই। রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি।”
তাঁর উপর ছড়ি ঘোরানো পছন্দ নয় এমার। তাই একাই কাটালেন বাকি জীবন। বলেন, “একা থাকলে মন ভাল থাকে। নিজের ইচ্ছামত বাঁচা যায়, তাতে আয়ু বাড়ে।”