মমিনুল ইসলাম: বিগত ২৩ বছরে ৩৫.৯ মিলিয়ন রুপি ব্যক্তিগত কর পরিশোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ১৯৯৩ সাল থেকে শুরু করে ২০১৬ সাল পর্যন্ত এ হিসেব করা হয়।
মঙ্গলবার পাকিস্তানের জাতীয় পরিষদের সচিবালয় এ বিস্তারিত তথ্য প্রকাশ করে। সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে ব্যবসায়িক ও ব্যক্তিগত কর বিবরণী উপস্থাপন করার প্রতিজ্ঞা করেন নওয়াজ।
প্রধানমন্ত্রী ১৯৯৩ সাল থেকে শুরু করে ২০০৭ সাল পর্যন্ত ১০.৪ মিলিয়ন রুপি কর পরিশোধ করেছেন। এ ১৪ বছরের মধ্যে, ২,০০০ সাল থেকে সাত বছর নির্বাসনে ছিলেন তিনি।
বিস্তারিত দেয়া আয়কর বিবরণীতে ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কোন তথ্য নেই। পরবর্তীতে ২০০৯-২০১০ অর্থবছরে পুনরায় কর দেয়া শুরু করেন নওয়াজ। এ বছরে তিনি কর দেন ২.৭ মিলিয়ন রুপি। বর্তমান অর্থবছরে তিনি ২.৫ মিলিয়ন রুপি কর পরিশোধ করেছেন।
এছাড়া শরিফ গ্রুপ ১৯৯৩ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত কর পরিশোধ করেছে ৯.৮ বিলিয়ন রুপি। এসময়ে চৌধুরী সুগার মিলস লি. ও রমজান সুগার মিলস লি. যথাক্রমে ৫ বিলিয়ন রুপি ও ৪ বিলিয়ন রুপি কর পরিশোধ করেছে।
পানামা পেপার্স কেলেঙ্কারিতে দুই সন্তানের নাম জড়ানোর পর সোমবার জাতীয় পরিষদে বহুল প্রতীক্ষিত ভাষণ দেন নওয়াজ। এতে তিনি তার পারিবারিক ব্যবসার ইতিহাস তুলে ধরেন। লন্ডনে সম্পত্তি কিনতে তার বাবা যথেষ্ট অর্থ রেখে গেছেন বলে যুক্তি দেখান তিনি।
যদিও তার কথাতে তুষ্ট হননি বিরোধীরা। নওয়াজের বক্তব্য প্রত্যাখ্যান করে পার্লামেন্ট থেকে ‘ওয়াক আউট’ করেন তারা। বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য কোন সমস্যা সমাধানের পরিবর্তে আরও বাড়িয়ে দিয়েছে।
নওয়াজের উপস্থাপন করা নথিপত্রে আরও দেখা যায়, তার পরিবার বিগত ২৩ বছরে সর্বমোট ১০ বিলিয়ন রুপি কর পরিশোধ করেছে। – ডন।