সাজ্জাদুল হক : বিশেষজ্ঞ সংকট মাথায় নিয়েই চলছে দেশের প্রাচীনতম জাদুঘর রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর। সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র বিশেষজ্ঞের অভাবে এ জাদুঘরের সংরক্ষিত ইতিহাস অজানা রয়ে গেছে সাধারণ মানুষের কাছে।
তবে প্রতিষ্ঠানের পরিচালকের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে, খুব শীঘ্রই মিলবে এর সমাধান।
দেশের প্রাচীনতম জাদুঘর রাজশাহীর বরেন্দ্র গবেষনা জাদুঘর। শতবর্ষ পেরিয়ে যাওয়া জাদুঘরটি সংগ্রহশালার দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সম্ভার। সংগ্রহের দিক থেকে সমৃদ্ধ হলেও নানা সীমাবদ্ধতার কারণে যেন অতৃপ্ত থেকে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানার আকাঙ্খা। জাদুঘরটিতে কয়েক শতকের পুরনো অন্তত ১৫ হাজার দুর্লভ বই রয়েছে। কিন্তু বিশাল এই জ্ঞানের ভান্ডার সকলের জন্য উন্মুক্ত নয়। হাজার বছরের পুরনো অন্তত ৫ হাজার পালি, সংস্কৃত, দেবনগর ভাষায় রচিত তালপাতার পুঁথিসহ এখানে রয়েছে ইতিহাস সমৃদ্ধ সব নথিপত্র। যা এখনো অজানা সবার কাছে।
ইতিহাসবিদরা বলছেন, বিশেষজ্ঞের অভাবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদাসীনতায় জ্ঞান পিপাসুদের কাছে অজানাই রয়ে যাচ্ছে এর ইতিহাস।
তবে, খুব শীঘ্রই সমাধান হবে বলে জানালেন জাদুঘরটির পরিচালক।
১৯১৬ সালে বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল বরেন্দ্র জাদুঘরের উদ্বোধন করলেও ১৯১৯ সালে শুরু হয় এর আনুষ্ঠানিক পথচলা। চ্যানেল টোয়েন্টিফোর