সুজন কৈরী : জাল এটিএম কার্ড দিয়ে একটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের সময় এক চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ওই নাগরিকের নাম জু ইয়ান হুঁ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন প্রাইম ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটে।
ডিএমপির রমনা বিভাগের ডিসি জসিম উদ্দীন জানান, আটক নাগরিক জাল এটিএম কার্ড দিয়ে বুথ থেকে টাকা উত্তোলনের চেষ্টা করছিলেন। পরে বুথের নিরাপত্তারক্ষী তাকে আটক করেন। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ও র্যাব গিয়ে ওই নাগরিককে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব-২ এর কার্যালয়ে নেওয়া হয়েছে।