মোস্তাফিজুর রহমান : রাজধানীর ক্ষিলগাঁও থেকে মনিরুল ইসলাম (৩৮) নামের এক টেক্সটাইল কর্মকর্তার (এজিএম) রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ছয়টায় ক্ষিলগাঁও থানাধীন সেখের জায়গা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় লোকজন সকালে মনিরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষিলগাঁও থানার এসআই মো. জাফর জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়ণা তদন্তের পর জানা যাবে হত্যাকা- না কি অন্য কিছু।
সম্পাদনা : সারিফা রিমু।