ইয়াসমিন আক্তার : ভূমধ্য সাগরের তলদেশে সন্ধান মিলেছে রোমান সাম্রাজ্যের একটি জাহাজের ধংসাবশেষ। ধারণা করা হচ্ছে ৪র্থ শতকে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে যায় জাহাজটি। মূল্যবান এ প্রাচীন নিদর্শন নিয়ে কাজ করছে ইসরায়েলের প্রতœতত্ত্ব বিভাগ।
ভূমধ্য সাগরের তলদেশে ওই জাহাজের সন্ধান পান ইসরায়েলের ডুবরীরা। এপ্রিলের শুরুতে প্রাচীন সুইজারল্যান্ড বন্দর এলাকায় এই মূল্যবান প্রাচীন নিদর্শনের খোঁজ পান তারা।
ইসরায়েলি প্রতœতত্ত্ব বিভাগ বলছেন, ৪র্থ শতাব্দীর শুরুর দিকে ডুবে যায় জাহাজটি। তাদের ধারণা সুইজারল্যান্ডের বন্দরে পৌঁছানোর আগে বা বন্দর ছাড়ার পরে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। এরপর প্রায় সতের’শ বছর পানির নিচে পড়ে ছিল মোঘল সাম্রাজ্যের এ প্রাচীন নিদর্শন। জাহাজে থাকা বেশ কিছু পুরোনো নিদর্শন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভাস্কর্য, বাসন-কোসন, প্রদীপ ও প্রাচীন মুদ্রা। ইসরায়েলের প্রতœতত্ত্ব বিভাগের দাবি সাগরের তলদেশ থেকে খুঁজে পাওয়া এসব সামগ্রী খুবই মূল্যবান। চ্যানেল ২৪