ডেস্ক রিপোর্ট : ২০১৪ সালে ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপে অনেক বিতর্ক জন্ম দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। তাকে দলের নেয়ার পেছনে নির্বাচকদের যুক্তি ছিল, সøগ ওভারে বড় শট খেলার ক্ষমতা।
কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। উল্টো ক্রিকেটপ্রেমীদের চোখের বিষে পরিনত হয়েছিলেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ধারাবাহিক পারফর্মার তিনি।
এবারের প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক হিসেবে। ব্যাটে বলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ভালোই। সাফল্যের দেখাও পেয়েছেন, লিগ টেবিলে শুরু থেকেই শীর্ষে ছিলেন।
মাঝের দিকে কিছুটা খেই হারালেও এখনো সমান পয়েন্ট নিয়ে রানরেটে কিছুটা পিছিয়ে থেকে দ্বিতীয়তে আছে ফরহাদ রেজার দল। এবারের প্রিমিয়ার লিগে ফর্মে থেকে জাতীয় দলে ফিরে আসার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার।
এমনটাই জানালেন এক সময়ের জাতীয় দলে খেলা নির্ভরযোগ্য অলরাউন্ডার ফরহাদ রেজা। তিনি বলেন, ‘যেহেতু এখনো অবসর নিইনি তার মানে এখনো তো জাতীয় দলের খেলার ইচ্ছা অবশ্যই আছে। আমি তো এটা করতে পারবো না শুধু চেষ্টা করবো পারফর্ম করার। আমার কাজ পারফর্ম করা আর নির্বাচকদের কাজ নির্বাচন করা। যদি তারা মনে করেন আমি পারবো তাহলে হবে। তবে আমি চেষ্টা করবো।’
ফরহাদের মতে জাতীয় দলে কেউই স্থায়ী নয়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের উদাহরন টেনে তিনি বলেন, ‘আসলে জায়গা তো সব সময় থাকবে না। এখানে কেউ না কেউ আসতেই থাকে। এটা এমন একটা জায়গা আজ আমি আছি, যেখানে কাল সাকিব থাকবে। এমনভাবে ঘুরতে থাকবে। আসলে যারা ক্রিকেট খেলে সব সময় চায় জাতীয় দলে থাকতে। যদি সুযোগ আসে ইনশাল্লাহ খেলবো। তবে অনেক বেশি মিস করি।’
উল্লেখ্য যে, ফরহাদ রেজা বাংলাদেশের জার্সি গায়ে শেষ বার ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে এবং ২০১৪ সালে টি-টোয়েন্টি খেলেছিলেন। ক্রিকফেনজি