শাহানুজ্জামান টিটু : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুসলিম বিদ্বেষী বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রী মুসলিম বিদ্বেষী। আপনি মুসলিম হয়েও মুসলিম বিদ্বেষী। আপনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে শত্রুতে পরিণত হয়েছেন। এই ঘটনা আড়াল করতেই আপনি ইসরাইলের মোসাদ নিয়ে আসলাম চৌধুরী কল্পকাহিনী সাজিয়েছেন। একারণে আসলাম চৌধুরীকে নিয়ে ইসরাইলের মোসাদ মোসাদ বলছেন।
বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিগত আন্দোলন গুলোতে আপওয়ামী সন্ত্রাস ও বাকশালী পুলিশ কর্তৃক গুম-খুন ও নিগ্রহের শিকার পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বিএনপির এই নেতা বলেন, সেদিন আপনি মুসলিম দেশ আরব আমিরাতকে বাদ দিয়ে রাশিয়াকে সমর্থন করেছিলেন। আপনি কেন সেদিন মুসলিম রাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়াকে সমর্থন করেছেন।
রিজভী বলেন, আন্তর্জাতিক ভাবে আপনি সেকুলার ও ধর্ম নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেন কিন্তু এখানে শুধু মুসলিম ধর্ম নয়, সকল ধর্মের মানুষ আপনার সময়ে নির্যাতিত হয়েছে। সবচেয়ে বড় মুসলিম অধ্যুাষিত দেশ যেখানে আপনি হেফাজতের লোকদের মেরেছেন। যারা কোরআন তেলাওয়াত করে তাদের বিরুদ্ধে আপনি ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অভিযোগ করেছেন। কত মানুষ মেরেছেন তার পরিষংখ্যানও দেন নাই। এই কারণে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির কাছে এবং পৃথিবীর মুসলিম দেশ গুরো থেকে বিছিন্ন হয়ে পড়েছেন। মালয়েশিয়, আরব আমিরাতাসহ অনেক দেশ এখন আমাদেও দেশ থেকে শ্রমিক নেয় না।
আজকে ৩টি গুম ও ১টি অসহায় অসুস্থ পরিবারকে সহায়তা করে জাতীয়তাবাদী হেল্প সেল। যাদের সহায়তা দেওয়া হয় তারা হলেন, লালমনিরহাট পাটগ্রাম পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির হোসেন, ফেনী যুবদল নেতা মাহাবুর রহমান রিপন, বিমান বন্দর থানা ছাত্রদলের যুগ্ম- সম্পাদক নিজাম উদ্দিন মুন্না ও দেলোয়ার। এর আগে আরো ২২টি পরিবারকে সহয়তা দিয়েছে এ সংগঠনটি।
তিনি বলেন, কয়েকজন এমপি আছেন তারা এদেশের কয়েটি মিডিয়ার মালিক। তারা মেন্দী সাফাদী আসলাম চৌধুরীর বৈঠক করেছে এটা বারবার প্রচার করছে। কিন্তু মেন্দী মোসাদের বক্তব্য প্রচার করছে না। আর তথ্যমন্ত্রী ইনুর নিয়ন্ত্রিত মিডিয়াগুলো বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
রিজভী আহমেদ বলেন, সরকারের ঘনিষ্ট লোক ছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সম্ভব নয়। সরকারের উপর মহলের সবুজ সংকেতেই এ চুরি হয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দুর্নীতির অভিযোগ আপনার পুত্রের নাম এসেছে। আপনি হুমকি ধামকি দিচ্ছেন। হুমকি না দিয়ে প্রমাণ করুন আপনার পুত্র নির্দোষ।
তিনি অভিযোগ করে বলেন, ডান্ডা আর বন্দুকই এ সরকারের ভরসা। বন্দুক জনগণের বিরুদ্ধে ব্যবহার করেই ক্ষমতায় টিকে আছে।
আথির্ক অনুদান প্রদান অনুষ্ঠানে ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।