আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যাপক ধরপাকড় শুরু করেছে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হুতিরা তাদের বিরোধীদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যাচ্ছে। এর পর তাদের ওপর নির্যাতন চালাচ্ছে।
এ্যামনেস্টির সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়, অন্তত ৬০টি একই রকমের ঘটনা ঘটেছে। যাদের ধরে নেয়া হয়েছে তারা আর ফিরে আসেনি। তাদের খোঁজও পাওয়া যাচ্ছে না। এই হারিয়ে যাওয়া মানুষের মধ্যে রয়েছেন রাজনীতিক, সাংবাদিক এবং সক্রিয় সমাজকর্মী।
হুতি বিদ্রোহীরা এখন ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে। তারা ইয়েমেনি সরকার ও সৌদি আরব নেতৃত্বাধীর জোটের বিরুদ্ধে যুদ্ধও পরিচালনা করছে এখান থেকেই।
২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ২শ’ মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকই বেসামরিক নাগরিক। এ সংঘাতের কারণে ঘর-বাড়ি হারা হয়েছেন অন্তত ৩০ লাখ মানুষ।
এ সংঘাত ইয়েমেনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে। আর ৮২ শতাংশ নাগরিককে ফেলেছে মানবিক বিপর্যয়ের মুখে। বিবিসি।