সারীফা রিমু: দ্বন্দ্ব সংঘাতের রাজনীতিতে নতুন করে আলোচনায় বিএনপির ইসরাইল গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্টতা। এর ফলে দেশীয় রাজনীতিতে অবিশ্বাস আর আস্থা সংকটের মাত্রা আরো কয়েক গুণ বাড়বে বলে মনে করেছেন বিশিষ্টজনরা। অপরদিকে এই ঘটনার পর বিদেশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে শঙ্কিত নিরাপত্তা বিশ্লেষকরা।
বিরোধী রাজনীতিকদের ভূমিকার ফল কয়েক বছর বেশ ভালোই টের পেয়েছে দেশের মানুষ। আস্থিরতা সংঘাতে অস্থিতিশীল হয়েছিল পুরোদেশ। দেশীয় রাজনীতিতে তৈরি হয় আস্থাহীনতা আর অবিশ্বাস। এমন পরিস্থিতি থেকে উত্তোরণ না হতেই এবার অন্যতম বড় রাজনীতি দলের ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্টতা খবর। যা রাজনীতিতে পারস্পরিক বিশ্বাসের মূলে আবারও বড় ধরণের আঘাত হানবে বলে ধারণা বিশিষ্টজনদের।
বলেন, দেশীয় রাজনীতিতে অংশগ্রহণকারী দুই দলের বিভেদ আছে তবু আমরা শঙ্কিত নই। এক সময় ওর্য়াকিং টুগেদারের একটা অবস্থা সৃষ্টি হবে বলে আশা করি। কিন্তু এই মোসাদ এলিম্যান্টসটা যোগ হওয়ার পরে সুষ্ঠু রাজনীতি করা কষ্টকর হবে বলেই বলেন তিনি।
মোসাদ কানেকশনে এরই মধ্যে অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীকে রিমা-ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টিকে বিশ্ব নিরাপত্তার জন্য বড় ধরণের হুমকি উল্লেখ করে বিদেশি গোয়েন্দা সংস্থার কার্যক্রমে মনিটরিং বাড়ানোর দরকার বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার ।
রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা আর বিশ্বাস কমানো না গেলেও ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বহি:শক্তির হস্তক্ষেপের শঙ্কা করছে বিশ্লেষকরা।
যমুনা টিভি