ইসহাক আসিফ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লাঞ্ছিত ও বরখাস্ত নারায়ণগঞ্জ বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে ১৪ দল।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, সংসদ সদস্য যে কাজটি করেছের তার (সংসদ সদস্য) মর্যাদা তিনি রক্ষা করতে পারেন নাই। সংসদ সদস্য হিসেবে উনি যে ভূমিকা রেখেছেন তা কোনোভাবে সমর্থন যোগ্য নয়, বরং অন্য সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুক্ষè হয়েছে। একটি অজুহাতকে কেন্দ্র করে শিক্ষককে অপমান-অপদস্ত করার পর চাকরিচ্যুত করে অন্যায় করা হয়েছে। আমি মনে করি, সেই শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করা উচিত।
তিনি আরো বলেন, সংসদ সদস্য শিক্ষককে যেভাবে হেনস্তা করেছেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ১৪ দল মনে করে আইন অনুযায়ী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।