ইসহাক আসিফ: ডিপ্লোমা ডাক্তারদের ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ বুধবার থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানা গেছে।
৫ দফা দাবী বাস্তবায়নে গত ১৬ মে হতে আন্দোলনরত পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসক ও মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের দাবী বাস্তবায়নের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেন পর্যায়ক্রমে সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আলম, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা: সিরাজুল ইসলাম বাচ্চু, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক নাসির হোসেন প্রিন্স, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলাউদ্দিনসহ বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১৬ মে থেকে প্রতিদিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।
এ বিষয়ে পেশাজিবী ডিপ্লোমা চিকিৎসক এর সদস্য সচির মুরাদ হোসেন বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাবো। আমাদের ৫ দফা দাবি রুজি-রোজগারের আন্দোলনের জন্য।