সিলেটের সকাল : ব্রিটিশ ভিসা সেন্টারের কার্যক্রম দিলী থেকে ঢাকায় ফিরেয়ে আনার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী শুরু করেছে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)। আজ ১৮ মে বিকেল থেকে আগামী ২ জুন পর্যন্ত সিলেট মহানগরীর ৫টি স্থানে এ কর্মসূচী চলবে।
বুধবার বিকেলে নগরীর লামাবাজারস্থ এসডিসি’র নিজস্ব কার্যালয়ে সংগঠনের কার্যকরী কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার কোর্ট পয়েন্ট, ২৫ মে আম্বরখানা পয়েন্ট, ২৯ মে মদিনা মার্কেট পয়েন্ট, ৩১ মে টিলাগড় পয়েন্ট এবং ২ জুন দক্ষিণ সুরমার কদমতলীস্থ মুক্তিযোদ্ধা চত্বরে গণস্বাক্ষর কর্মসূচী চলবে।
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি স্নেহাংসু ভট্ট্যাচার্য সন্টুর পরিচালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার সভাপতিত্ব করেন।
সভায় সংগঠনের চেয়ারম্যান বলেন, ব্রিটিশ ভিসা সেন্টার ঢাকা থেকে দিলীতে স্থানান্তর করায় সিলেটসহ সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়েছেন। সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল গত এক বছর ধরে ব্রিটিশ ভিসা সেন্টার পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে কর্মসূচী পালন করে আসছে।
তিনি গণস্বাক্ষর কর্মসূচীতে অংশ নিতে সবার প্রতি আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন এসডিসি’র অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি মো. আব্দুর জলিল, সাংগঠনিক সম্পাদক মুফতি রশীদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী, দপ্তর সম্পাদক নাছির আহমদ খান, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, প্রচার সম্পাদক কয়েছ আহমদ সাগর, ক্রীড়া সম্পাদক সাব্বির আমীন তাহমিদ, নির্বাহী সদস্য দিদার আহমদ, এসডিসি মহানগর কমিটির আহবায়ক আব্দুর রহিম তালুকদার ও সদস্য সচিব মিজানুর রহমান মিজান। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/59885#sthash.2d9tjZ68.dpuf