ডেস্ক রিপোর্ট : রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র রিফাত হোসেন হত্যা মামলায় রক্তিম ও রাসেল নামে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই রায়ে রনি নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান হায়দার এ আদেশ দেন।
গত ২০১৩ সালের ৬ নভেম্বর রিফাতকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের ৭ দিন পর রাজবাড়ী শহরের টিঅ্যান্ডটিপাড়ার বাসিন্দা ভৈরব শীলের বাড়ির বাথরুম থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাংলানিউজ