অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেকআপের পর আবার নতুন করে দিল্লির মিস্ট্রি গার্লের সঙ্গে প্রেম করছেন রনবির কাপুর। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী রনবিরের নতুন গার্ল ফ্রেন্ডের নাম ভারতী মলহত্রা। ভারতীর সৌন্দর্য দেখেই ববুঝতে পারছেন রনবির কেন শেষ পর্যন্ত দিল্লিতে এলেন। ভারতীর সঙ্গে রনবিরের আলাপ হয় এক বন্ধুর বাড়িতে হওয়া পার্টিতে।
এই একটি সাক্ষাতেই দুজনে কাছাকাছি আসতে শুরু করেন। ভারতীর জন্য রনবির খুবই প্রোটেক্টিভ। রনবির চাইছেন তাঁর বর্তমান বান্ধবিকে মিডিয়ার থেকে দূরে রাখতে।
যদিও রনবির এই মুহুর্তে ‘জগ্গা জাসুশ’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। সিনেমাটিতে তাঁকে গোয়েন্দার ভূমিকাতে দেখা যাবে। সিনেমাটিতে তাঁর এক্স গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফও আছেন। এখন দেখার দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনার পর ভারতী রনবিরের জীবনে কতদিনের অতিথি হিসাবে থাকেন্!