এম রবিউল্লাহ: সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় সেনা ঘাঁটি নির্মাণ করবে না রাশিয়া। পালমিরা নগরীর সীমানার মধ্যে রাশিয়ার কোনো ঘাঁটি নেই ও সেখানে এ জাতীয় কিছু বসানো হবে না বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ। বুধবার মস্কোতে তিনি এই তথ্য জানান। খবর প্রেসটিভির।
মার্কিন বার্তা সংস্থা এপি সম্প্রতি জানিয়েছে, রাশিয়া পালমিরায় রুশ ঘাঁটি স্থাপন করবে। মস্কো তা নাকচ করে দিয়েছে। রক্তক্ষয়ী প্রচ- লড়াইয়ের মধ্য দিয়ে আইএস’র দখল থেকে এ নগরী উদ্ধার করা হয়।
এপির খবরে দাবি করা হয়েছিল, পালমিরার বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত এলাকায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে রুশ সেনা বাহিনী। খবরের সঙ্গে উপগ্রহ থেকে তোলা কিছু ছবিও প্রকাশ করেছিল।
এসব ছবি সম্পর্কে কোনাশেনকোভ বলেন, পালমিরায় রুশ সেনা বাহিনী সাময়িক শিবির স্থাপন করেছে তাই দেখানো হয়েছে ছবিতে। আইএস’র পেতে রাখা বোমার ফাঁদে এবং মাইন উদ্ধারে নিয়োজিত রুশ বিশেষজ্ঞদের জন্য এ স্থাপনা নির্মাণ করা হয়েছে।