সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন এক নারী।
শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্বঢাকুল্লা গ্রামে এঘটনা ঘটে।
মৃতরা হলো, ওই গ্রামের অসুস্থ দিনমজুর মাহমুদুন নবীর স্ত্রী লায়লা বেগম (২৬) ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে মোনালিসা।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে দিনমজুর মাহমুদুন নবী কিডনি রোগে ভুগছিলেন। স্বামীর চিকিৎসা ও পরিবারের ব্যয় হিমশিম খাচ্ছিলেন অসহায় লায়লা বেগম। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না বলে তারা জানান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।