আবু সাইদ: বিখ্যাত হলিউপ সুপারস্টার ও অস্কারজয়ী অভিনেতা জনি ডেপকে বিয়ে করে জীবনসংকটে আছেন অ্যাম্বার হেয়ার্ড। আর এইজন্যই জনি ডেপকে ডিভোর্স দিয়ে মুক্তি পেতে চাইছেন তার স্ত্রী। সদ্য কোর্টে গিয়ে জনি ডেপের বিরুদ্ধে এমন অভিযোগই দায়ের করেছেন অ্যাম্বার হেয়ার্ড।
সম্প্রতি বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গিয়েছিল যে অস্কারজয়ী অভিনেতা ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ খ্যাত জনি ডেপকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন গত বছরে সংসার জীবনে আবদ্ধ হওয়া স্ত্রী অ্যাম্বার হেয়ার্ড। ডিভোর্সের বিষয়ে জনি ডেপ কিংবা তার স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া না গেলেও এবার আত্মপক্ষ সমর্থন করে মুখ খুলেছেন অ্যাম্বার হেয়ার্ড!
সূত্র জানায়,জনি ডেপকে বিয়ে করে দারুন বিপদে আছেন অ্যাম্বার। ভালোবেসে গত বছরের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করলেও বর্তমানে তাদের দাম্পত্য জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কারণ স্বামী জনি ডেপকে বদ্ধ উন্মাদ বলে দাবী করেছেন স্ত্রী অ্যাম্বার হেয়ার্ড। বহুবার জনি ডেপ তাকে শারীরিকভাবে আঘাত করেছে। এসব তথ্য লস অ্যাঞ্জেলসের আদালতে পেশ করেছে অ্যাম্বারের আইনজীবী।
অভিযোগ নামায় জনি ডেপের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরের একটি ঘটনার কথা উল্লেখ করে স্ত্রী অ্যাম্বার হেয়ার্ড দাবী করেন, তার জীবন ভয়াবহ হয়ে উঠেছে জনি ডেপের কারণে। কারণ প্রায় সময় নাকি অ্যাম্বারকে অকারণে মারধর করেন জনি ডেপ। একদিন তাকে লক্ষ্য করে মোবাইল ফোনও ছুড়ে মেরেছিল জনি ডেপ। এমনকি তার চুলে ধরেও ব্যাপক মারধর করেন জনি। আর এসব কারণেই জনি ডেপের কাছ থেকে মুক্তি পেতেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন অ্যাম্বার হেয়ার্ড। তথ্যসূত্র: বিবিসি অনলাইন