নাসিমুজ্জামান সুমন : লন্ডনে বাঙ্গালিদের হাতে গড়া চলচ্চিত্র সংগঠন ‘রেইনবো ফিল্ম সোসাইটি’র ২৫ বছর পূর্তিতে আজ ২৯ মে থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। এর অংশ হিসেবে পূর্ব লন্ডনের বিভিন্ন ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এটি সংগঠনটির উদ্যোগে ১৭ তম চলচ্চিত্র উৎসব।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং উৎসবের পরিচালক মোস্তফা কামাল বিবিসি বাংলা’কে বলেন, সংগঠনটির প্রথম চলচ্চিত্র শুরু করে ২০০০ সালে। সে অনুযায়ী এবারের উৎসব তাদের ১৭ তম ফিল্ম ফেস্টিভাল। যদিও প্রথম অবস্থায় এই উৎসবটি শুরু করা হয়েছিল বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল নামে। কিন্তু ৮ বছর থেকে এই উৎসবটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবেই পালন করা হয়।
ঢাকায় ১৯৭৮ সালে ‘রেইনবো ফিল্ম সোসাইটি’ নামে একটি সংগঠন চালু করেন তিনি। ১৯৮১ সালে ফিল্মের ওপর পড়াশোনা করার জন্য সোভিয়েত ইউনিয়ন যান এবং সেখান থেকে ফিরে আসেন ১৯৮৯ সালে। আগে থেকেই চলচ্চিত্রের ওপরে একটি ভালোলাগা থাকায় নতুন উদ্যোগে ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠা করেন।
লন্ডনে রেইনবো ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, প্রবাসেও বাংলাদেশের মানুষকে ফিল্ম দেখার প্রবণতা তৈরি করা যেখানে সোসাইটি শতভাগ সফল সফল হয়েছে বলে মনে করেন তিনি।
বিবিসি