লিহান লিমা: শরীর ভর্তি অলংকার সাধুর পোশাকে পুলিশী নিরাপত্তায় ঘেরা এক তপস্বী। সাধু হলেও গয়না প্রীতির কারণে তার নাম এখন ‘গোল্ডেন বাবা’। তার সম্পদের তালিকায় আছে তিন কোটি রুপিরও বেশি গয়না।
শনিবার তিনি ভারতের হরিদ্বার এর বিখ্যাত জুনা আখড়া থেকে আসার সময় তার নিরাপত্তার জন্য আগ্রার পুলিশ অফিসারকে সাথে রাখেন । সাধু সিমহাস্তা কুম্ভ থেকে বেরেলিতে যাচ্ছিলেন।
‘গোল্ডেন বাবা’ এসএসপি ড. প্রিতম সিংকে বলেন, তার গায়ের সাড়ে ১১ কেজি সোনা এবং মূল্যবান ধাতব মূর্তির জন্য তার নিরাপত্তা প্রয়োজন ছিল। সিং বলেন, আমি তার জন্য আগ্রাতে নিরাপত্তা দিয়েছি এবং তাকে বলেছি তিনি চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করে উত্তর প্রদেশের যে কোন স্থানে নিরাপত্তা নিতে পারবেন।
আগ্রা কালেক্টরেটে গোল্ডেন বাবা ও তার যাত্রীবাহি শোভাযাত্রা বেশ নজর কেড়েছে। সেলফিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দ্রু হয়েছিলেন এই তপস্বী। এমনকি অফিস থেকেও কর্মীরা এসে সাধুর সাথে সেলফি তুলতে লম্বা লাইন ধরে। তার গলায় মোটা চেইন, হাতে রুলি,ব্রেসলেট ছিল।
তবে একজন সাধু বাহ্যিক দুনিয়া পরিত্যাগ করে অনাড়ম্বর জীবন-যাপন করেন। এর উত্তরে তিনি বলেন, আমার কাছে স্বর্ণই দেবতা। আমি যখন অলংকার পরি আমি শান্তি পাই। তাই ১৯৭২ থেকে আমি এগুলো পরে আসছি।
সূত্র; দ্য হিন্দু