আমির পারভেজ : যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২৮ মে) পাকিস্তানের ইসলামাবাদে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা ও বাংলা সাহিত্যে তাঁদের অবিস্মরণীয় অবদান স্মরণ করে তাদের জীবন ও কর্মের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা, কবিতা আবৃত্তি, রচনা পাঠ এবং সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো. নাজমুল হুদা বাংলা সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দেয়া ও বিশেষ মর্যাদার আসনে বসাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে এনে তাঁকে জাতীয় কবির মর্যাদা প্রদানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
মিশনের কর্মকর্তা, কর্মচারী ও ইসলামাবাদে বসবাসকারী বাংলাদেশি নাগরিকগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
সূত্র : বিডিনিউজ২৪