দক্ষিণ সুরমা সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় ছাদেক আলী (২৮) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। র দুপুরে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ছাদেক মিয়া উপজেলার আজরাই চৌধুরীগাওয়ে মো. আশিকের ছেলে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি ইনচার্জ রিপন দাস জানান, বরইকান্দি ৪নং রোডের আব্দুল মতিনের বাড়ির পেছনের বারান্দায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছাদেকের মৃতদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
রিপন জানান, বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে ছাদেকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরে ওই বাড়িতে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিনের মেয়েকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় ছাদেক মিয়া। আর এতে সে আত্মহননের সিদ্ধান্ত নিতে পারে।