বেতন কমানোর দাবিতে স্কলার্স হোমের অভিভাবকদের মানববন্ধন-ফাইল ছবি
সিলেটের সকাল রিপোর্ট: অবশেষে বেতন বৃদ্ধির সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে স্কলার্স হোম কর্তৃপক্ষ। হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সাথে আন্দোলনকারীদের ফলপ্রসূ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় অভিভাবক ফোরামের সকল কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
হাফিজ মজুমদার ট্রাস্টের সদস্যসচিব লোকমান উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আগামী ডিসেম্বর পর্যন্ত স্কলার্সহোমের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বর্তমান নিয়মেই বেতন পরিশোধ করবে। তবে, আগামী জানুয়ারি থেকে এসব ক্লাসের শিক্ষার্থীদের বেতন ৪০০ টাকা হারে বাড়ানো হবে। এছাড়া, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ এসব ক্লাসের শিক্ষার্থীদের বর্তমান বেতন ১৪শ’ টাকার স্থলে ২ হাজার টাকা করে পরিশোধ করতে হবে।
স্কলার্স হোম অভিভাবক ফোরামের আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর জানান, শনিবার রাতে স্কলার্সহোমের প্রতিষ্ঠাতা হাফিজ আহমদ মজুমদারের সাথে তারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। প্রতিষ্ঠানের ৬টি ক্যাম্পাসের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বছরের মাঝামাঝিতে শিক্ষার্থীদের বেতন না বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ অবস্থায় তারা তাদের পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করেছেন।
বৈঠকে অভিভাবকদের পক্ষে- অধ্যক্ষ সুজাত আলী রফিক, প্রকৌশলী মাহমুদ, ময়নুল ইসলাম, রয়ফুল হক, বিশ্বজিৎ দেব রায়, জান্নাত আরা খান পান্না ও শেখ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সাধারণ সম্পাদক লোকমান উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।
সম্প্রতি স্কলার্স হোমের ৬টি ক্যাম্পাসের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীদের বেতন ৬শ’ টাকা হারে বৃদ্ধি করা হয়।
এ অবস্থায় গত বুধবার স্কলার্সহোমের সকল ক্যাম্পাসের সামনে পৃথকভাবে আয়োজিত মানববন্ধন থেকে ৩০ মে’র মধ্যে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আল্টিমেটাম দেয় অভিভাবক ফোরাম। এ অবস্থায় কর্তৃপক্ষ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করলো।