ডেস্ক রিপোর্ট:মাত্রই দিন কয়েক হলো বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের পরপরই শাওন শাহরিয়ার নামের একটি ছেলের সঙ্গে মাহির বেশকিছু ’ঘনিষ্ঠ’ ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
সেই যুবকের দাবি, মাহির সঙ্গে অনেক আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তার। ছবিগুলো ফেসবুকে দ্রুত সংক্রমণ হয়ে পড়ে।
বিষয়টি গুরুতর রূপ নেওয়াতে এবার এটি নিয়ে মামলা করলেন শারমিন নামের মাহির এক স্বজন।
২৮ মে তিনি উত্তরা পশ্চিম থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে রবিবার শাওনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ প্রতিরোধ দল। এরপর আদালতের নির্দেশে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।
মামলায় মাহি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে শাওন মাহিকে হুমকি দিচ্ছেন। এছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করে মাহিকে হয়রানি করা হচ্ছে।
এদিকে ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন ‘অগ্নি’-খ্যাত তারকা মাহি। বিয়ের পরদিনই শাওন বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। যেখানে মাহিকে নববধূর সাজে তার সঙ্গে দেখা যায়। ছবি প্রকাশের পর দ্রুত তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।