সুজন কৈরী : পদ¥া নদীর মাওয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৮ ড্রাম প্রায় ২৩ লাখ ২০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার রাতে কোস্ট গার্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকালে নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার আবু হানিফের নেতৃত্বে একটি টিম পদ¥া নদীর মাওয়া ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৮ ড্রাম (আনুমানিক ২৩ লাখ ২০ হাজার পিস) অবৈধ গলদা চিংড়ি রেণুর আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক চিংড়ির রেণু আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মু›িসগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদারের কাছে হস্তান্তর করা হয়। পরে মৎস্য অধিদপ্তর, মু›িসগঞ্জ সমন্বিত সংশ্লিষ্টতায় পদ¥া নদীর মাওয়া ঘাটে রেণুগুলো অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড স্টেশন পাগলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।
এদিকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, সোমবার দুপুরের দিকে একই স্টেশনের অপর একটি টিম মেঘনা নদীর গজারিয়া এলাকায় ‘এমভি লামিয়া’ নামক একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায়। ওই লঞ্চ থেকে ৪ লাখ ৮৮ হাজার ৬শ’ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯৭ লাখ ৭২ হাজার টাকা। পরে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবা বিলকিসের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযানের সময় লঞ্চের মালিককে পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।