সালমা পারভীন : উপমহাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির। অবহেলা-অযতেœ পড়ে থাকা এ মন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে, প্রতœতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে চলছে মন্দিরের সংস্কার কাজ। এদিকে কান্তজিউ মন্দিরকে ঘিরে গড়ে উঠছে পর্যটন এলাকা।
দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ঢেপা নদীর তীরে অবস্থিত, টেরাকোটার অলঙ্করণে নন্দিত কান্তজিউ মন্দির। ১৭২২ খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। আর মহারাজার মৃত্যুর পর তার পুত্র রাজা রামনাথ ১৭৫২ সালে এর নির্মাণ কাজ শেষ করেন।
রামায়ণ, মহাভারতসহ পুরানে বর্ণিত বিচিত্র কাহিনী অতি সুন্দর ও ধারাবাহিকভাবে মন্দিরের দেয়ালে তুলে ধরা হয়েছে। কান্তজিউ মন্দিরকে ঘিরে নির্মিত হচ্ছে যাদুঘর, হোটেল-মোটেল, শপিং মলসহ নানা স্থাপনা। এতে খুশি পর্যটক ও পর্যটন প্রিয় সাধারণ মানুষ।
এদিকে, পুণ্যার্থী ও পর্যটকদের আকর্ষণ করতে কান্তজিউ মন্দিরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে উঠেছে বলে জানালেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে, সরকারি তত্ত্বাবধানে চলছে কান্তজিউ মন্দিরের সুরক্ষা ও সংস্কার কাজ।
সময় টিভি থেকে নেয়া