সারীফা রিমু: ‘সংকটে-সাহসে ও শোকে-সংগ্রামে নারীর বিস্তার’ শ্লোগানে ৪ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক আবৃত্তি অনুষ্ঠানে।
আবৃত্তি পরিবেশন করবে জনপ্রিয় আবৃত্তিশিল্পী তামান্না ডেইজী। সেই সাথে প্রকাশ করা হবে এই তারুণ্যদীপ্ত শিল্পীর আবৃত্তি অ্যালবাম নারীবৃক্ষ ও স্বপ্নের মাদুলি।
আবৃত্তিমেলা ও স্বরচিত্রের সার্বিক সহায়তায় ‘নারীবৃক্ষ ও স্বপ্নের মাদুলি’ শীর্ষক এ আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি কাজী রোজী এমপি।
বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আবৃত্তিজন গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মোঃ আহ্কাম উল্লাহ্। আবৃত্তিমেলা ও স্বরচিত্রের পরিচালক মাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ডাঃ শারমিন সুমী। সাম্মিরুন ইসলাম সাম্মির পরিচালনায় আলোচনা পর্ব শেষে পরিবেশিত হবে তারুণ্যদীপ্ত আবৃত্তিশিল্পী তামান্না ডেইজীর প্রাণছোঁয়া একক আবৃত্তি।