এম রবিউল্লাহ: আসামে বাংলাদেশ-ভারতের সীমান্ত চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পাটির্ (বিজেপি)’র সাধারণ সম্পাদক রাম মাধব। সীমান্তে একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) যৌথভাবে প্রহরা দেবে বলে ইন্ডিয়া টুডে ইনকে জানান রাম মাধব।
সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল নির্বাচিত হওয়ার পরে দুই বছরের মধ্যে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অবৈধ অনুপ্রবেশকারী রোধ করাই তারা প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন সনোওয়াল।
অনুপ্রবেশের কারণে এই আসামের বাসিন্দারা নিজস্ব সাংস্কৃতিক স্বত্ত্বা ও রাজ্যের জনতত্ত্ব বিব্রতকর পরিস্থিতি পড়েছে বলে তিনি মনে করেন। এর ফলে আসাম নিজস্বতা হারাতে যাচ্ছে বলেও অভিযোগ করেন রাম মাধব।
আসামে বিজেপির বিজয় রাজ্যের সকল জটিলতা দূর করবে বলে মনে করেন বিজেপি সাধারণ সম্পাদক। আসামের নিজস্ব আদর্শ, স্থানীয় ও আন্তর্জাতিক পরিচিতির মর্যাদা সুরক্ষা করার কথাও জানান মাধব। আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির দুইটি প্রতিশ্রুতি ছিল বলে জানান তিনি।
প্রথমত, আসামে নাগরিকত্ব প্রাপ্তির যথার্থতা নিশ্চিত করা ও আসামের নিজস্ব সংস্কৃতি ও সম্মান সুরক্ষা করা। অনুপ্রবেশের কারণে এই দুইটি ইস্যুতে আসামের নাগরিকরা নিজস্বতা হারাচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির মাধ্যমে সীমান্ত অধিকাংশ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সীমান্তগুলো ২০১৬ সালের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে বলে জানান রাম মাধব।
বিজেপির সাধারণ সম্পাদক জানান, আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শিগগরই ব্যবস্থা নিতে হবে। দ্য ন্যাশনাল রেজিষ্টার অব সিটিজেন অব ইন্ডিয়া (এনআরসি) এই বিষয়ে নিশ্চিত করার জন্য তালিকা প্রস্তুত করছে। শিগগিরই এর কাজ শেষ হবে বলে জানান। এটি কেন্দ্রীয় সরকারের সহায়তায় সম্পন্ন করা হবে বলে জানান।
সাবেক আরএসএস নেতা ও বর্তমান বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব আরো বলেন, আসামে বিজেপির বিজয় নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় বছর পূর্তিতে বিশেষ উপহার। বিজেপির এই বিজয়টি সঠিক সময়ে হয়েছে। এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিজেপির অনেক পরিবর্তন ও জনপ্রিয়তা বেড়েছে।
আসামে ছয়টি সম্প্রদায়ের নাগরিক বসবাস করেন। তারা সকলেই নিজেদের আসামের প্রকৃত নাগরিক দাবি করেন। আসামকে কি উপজাতি রাজ্য হিসেবে ঘোষণা করা হবে? জানতে চাইলে এই প্রশ্নের সঠিক উত্তর দেননি রাম মাধব। আসামের সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সংযোগ করা হবে। আর ২০২১ সালের মধ্যেই তা করা হবে বলে জানান রাম মাধব। ইন্ডিয়া টুডে ইন।