সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় হাতিয়া ইউনিয়নের ৫ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু স্বাক্ষরিত বহিষ্কারাদেশ সংশ্লিষ্টদের হাতে পৌঁছায়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা, কোষাধ্যক্ষ আব্দুর রউফ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহেল ক্বাফী।
প্রসঙ্গত, হাতিয়া ইউনিয়নে ২৮ মে আ.লীগ প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এবিএম আবুল হোসেনের কাছে পরাজিত হন।