আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের নারী পাইলট নাদিয়া স্যাভচেনকোকে গত মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্টে সব সাংসদরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। রাশিয়ার সাথে দ্বন্দ্ব তাকে ইউক্রেনের জাতীয় বীর এবং একজন সাংসদে পরিণত করেছে।
রাশিয়ার দুই সাংবাদিক হত্যায় অভিযুক্ত হলে তিনি অনশনের ঘোষণা দেন। বিচার চলাকালে আদালত তার বক্তব্য গ্রহণে শেষবারের মত অস্বীকৃতি জানালে তিনি এই সিদ্ধান্ত নেন। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ছোট্ট শহর দনেস্কার একটি বিশেষ আদালতে নাদিয়া স্যাভচেনকো নামের এ ইউক্রেনীয় হেলিকপ্টার পাইলটের বিচার অনুষ্ঠিত হয়।
গত সপ্তাহে তাকে রাশিয়া মুক্তি দেয়। তার জনপ্রিয়তার ফলে বিরোধী দলের নেতা ইউলিয়া টিমুসিনকু তাকে ইউক্রেন পার্লামেন্ট এর সদস্য হিসেবে স্বীকৃতি দেন। তিনি জানান, তিনি সামনের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে লড়াই করতে চান।
স্যাভচেনকো বলেন, আমি ফিরে এসেছি। আমি আপনাদেরকে তাদের কথা ভুলতে দেব না যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
তিনি আরো বলেন, কাউকেই ভুলে যাবো না, কোন কিছুই ভুলে যাবো না। ক্ষমা করা হবে না কোন কিছুই। ইউক্রেনের মানুষ তাদের সাথে বিশ্বাসঘাতকা করা কাউকেই কোন দিন ক্ষমতায় থাকতে দেয়নি।
তার বক্তব্যের পর অনেক সাংসদই মনে করেন ভবিষ্যতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।